Pages

Friday, May 25, 2012

Google SketchUp এর পাঠশালা: ডাউনলোড ও ইন্সটলেশন

প্রিয় পাঠক, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব কিভাবে  Google SketchUp ডাউনলোড ও ইন্সটল করতে হয়। প্রথমেই বলে রাখি আজকের টিউটোরিয়ালটা একেবারেই নবীনদের জন্য তাই যারা একটু আভিজ্ঞ তাদের এই টিউটোরিয়ালটা না পড়লেও চলবে। 


প্রথমে আমরা  Google SketchUp  ডাউনলোড করব

এজন্য এই লিঙ্কে ক্লিক করে Google SketchUp এর ওয়েবসাইট এ যান।







SketchUp এর একটি পেজ আসবে। সেখানে চিত্রের মত Download Google SketchUp বাটনে ক্লিক করুন।





এবার  Google SketchUp  এর License Agreement এর পেজ আসবে। এখানে Agree and Download বাটনে ক্লিক করুন।



এবার একটু অপেক্ষা করুন। ডাউনলোড Automatically শুরু হয়ে যাবে। ডাউনলোড করতে একটু সময় লাগতে পারে। এটা আপনার ডাউনলোড স্পীড এর উপর নির্ভরশীল।

ব্যস আমাদের ডাউনলোড শেষ। এবার আমরা  Google SketchUp  ইন্সটল করব।

এজন্য যেখানে ডাউনলোড করেছেন সেখানে দেখুন GoogleSketchUpWEN.exe নামে ফাইল ডাউনলোড হয়েছে। ফাইলটি তে ডাবল ক্লিক করুন।


উপরের মত একটি পেজ আসবে।
Next এ ক্লিক করুন।



এবার এরকম একটি পেজ আসবে। এটা  Google SketchUp  এর License Agreement  এর পেজ। এখানে I accept........ এ টিক চিহ্ন দিন ও Next এ ক্লিক করুন।



এটি Destination Folder উইন্ডো। এখানে আপনি সফটওয়্যারটি কোথায় ইন্সটল করতে চান সেটা দেখিয়ে দিন। অথবা ডিফল্ট সেটিং রেখে দিন।
Next এ ক্লিক করুন।



Install এ ক্লিক করুন।



ইন্সটল শুরু হয়ে গেছে। এবার আপনার অপেক্ষা করা ছাড়া আর কিছু করার নাই।




এবার Finish এ ক্লিক করুন।

আমাদের ডাউনলোড ও ইন্সটলেশন দুইটাই সম্পুর্ণ হয়ে গেল। এখন Google SketchUp ব্যবহারের জন্য প্রস্তুত।

পরবর্তী টিউটোরিয়ালঃ Google SketchUp এর ইন্টারফেস পরিচিতি।


No comments:

Post a Comment